Loading...
「ツール」は右上に移動しました。
39いいね 655回再生

ড. ওয়াদুদ স্যারের মিনি চিড়িয়াখানা পরিদর্শন । বাসায় রয়েল বেঙ্গল টাইগার পালন । ঢাকায় মিনি চিড়িয়াখানা

ড. ওয়াদুদ স্যারের মিনি চিড়িয়াখানা পরিদর্শন । বাসায় রয়েল বেঙ্গল টাইগার পালন । ঢাকায় মিনি চিড়িয়াখানা । ‪@RoufAgro‬ @ড.ওয়াদুদস্যার
ঢাকার মধ্যে পরিবার এবং বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার সেরা প্লেস হচ্ছে ড. ওয়াদুদ স্যারের মিনি চিড়িয়াখানা। এই মিনি চিড়িয়াখানাটি ইস্টার্ন প্লাসার পাশেই। ড. ওয়াদুদ স্যারের মিনি চিড়িয়াখানায় হরিণ, ম্যাকাও, বাজরিগার, লাভ বার্ড, কাকাতুয়া, ফিসেন্ট, ব্লু গোল্ড ম্যাকাও, ময়না, টিয়া, ইন্ডিয়ান রিংনেক, ঘুঘু, কবুতর, রেইনবো লরিকেট, আমেরিকান রেড লরি, পাইন আপেল কনুর সহ আরো নানান প্রজাতির পোষা প্রাণী আছে। বাচ্চাদের নিয়ে আসলে তারা অন্দক ইনজয় করবে। ড. ওয়াদুদ স্যার বাংলাদেশের একমাত্র ব্যাক্তি, রয়েল বেঙ্গল টাইগার পোষার অনুমতি প্রাপ্তি।
#ম্যাকাও #টিয়া #ময়না #লরিকেট #কাকাতুয়া #কনুর #সানকনুর #লাভবার্ড_পাখি #বাজরিগারপাখি #ফিসেন্ট
#রয়েলবেঙ্গলটাইগার #টাইগার #বাঘ #dr.wadud
#tiger #ড.ওয়াদুদ