ツール  
画像
Maitreesambad
17回再生
নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান ছিল সরকারের, কিন্তু এখন নেশা যুক্ত ত্রিপুরা হয়ে গেছে: বনকোর এলাকায়

নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান ছিল সরকারের, কিন্তু এখন নেশা যুক্ত ত্রিপুরা হয়ে গেছে: বনকোর এলাকায় বললেন জেলা কংগ্রেসের সভাপতি

এদিন সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য বলেন রাজ্যের বেকারদের ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে, বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। অলিগলি নেশায় যুক্ত হয়ে গেছে। রাজ্য সরকার বেকারদের স্বার্থে রাজ্যবাসীর স্বার্থে কাজ করুক। এই বিষয়গুলা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।